খাগড়াছড়িতে ট্রাকের চাপায় হয়ে জেসমিন চাকমা(৩২) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এঘটনা ঘটে।
নিহত জেসমিন চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া নুনছড়ি কেতুচন্দ্র পাড়ার স্মৃতি বিকাশ চাকমার স্ত্রী। ঘাতক ট্রাক চালক মো: ফারুককে আটক করেছে পুলিশ।
নিহতের স্বামী স্মৃতি বিকাশ চাকমা জানান, জেসমিন চাকমা ঢাকা ইপিজেডে কাজ করত। সেই মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিল।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব