না ফেরার দেশে চলে গেলেন বরিশালের প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, নাট্যকার ও সাংস্কৃতিক সংগঠক মিন্টু বসু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। এছাড়া তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নগরের শীতলাখোলা রোডের নিজ বাসায় বার্ধ্যক্যজনিত কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতলে নেয়া হয়। মঙ্গলবার রাত সোয়া ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার জানান, বর্তমানে মিন্টু বসুর স্ত্রী এবং মেয়ে ভারতের আসামে রয়েছেন। তারা আমাদের তার সৎকার কার্য করতে বলেছেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় মিন্টু বসুর মরদেহ খেয়ালী গ্রুপ থিয়েটারের সামনে নেওয়া হবে। পরে সেখান থেকে মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তাকে নেওয়া হবে অশ্বিনী কুমার হলের সামনে। সেখানে তার মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া শেষে বরিশাল মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর