আশুলিয়ার গোরাপীর মাজার এলাকা থেকে ২১ পিস ইয়াবা ও বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সেই মাদক ব্যবসায়ীর নাম শহীদুল ইসলাম। সে গার্মেন্টেস ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে আশুলিয়ার গোরাপীর মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহীদুল ইসলাম আশুলিয়ার নলাম গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ইয়াবা ও মদ নিয়ে শহীদুল তার ব্যবসায়িক অফিসের সামনে রয়েছেন এমন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এসময় তার পকেট থেকে ২১ পিস ইয়াবা ও ব্যাগে এক বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর