কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত যুবক ডাকাত ছিলেন বলে জানায় পুলিশ। সোহাগ ভৈরব পৌর এলাকার ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। ডাকাত সোহাগকে মঙ্গলবার গ্রেফতারের পর বুধবার ভোর ৪টার তাকে নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগসহ পুলিশ সদস্যরা আহত হন।
পরে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল