নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের কাজিপুর মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
তিনি বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা ৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব