বজ্রপাত থেকে বাঁচতে ও পরিবেশ রক্ষায় ঠাকুরগাঁওয়ে তাল বীজ বপনের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের শাপলা উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন পরিষদ।
সভায় আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এছাড়াও অন্যানের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় ঠাকুরগাঁও জেলায় ৭০ হাজার তাল বীজ বপন করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে আকচা ইউনিয়নে প্রায় ১১ কিলোমিটার জুড়ে তাল গাছের চারা রোপন করা হবে। পরে বাংলাদেশ সরকারের অর্থায়নে এলজিএসপি প্রকল্প ৩ কর্মসূচির আওতায় ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থীর মাঝে স্যানেটারী ন্যাপকিন ও কৃষকদের মাঝে শতাধিক কৃষি যন্ত্রাংশ এবং ফলের চারা বিতরণ করেন।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল