কুমিল্লায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার শহরের ঠাকুরপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, গত সোমবার ঠাকুরপাড়ার সন্ত্রাসী জুয়েল খান ওই এলাকার পিন্টু নামের এক যুবককে মারধর করে। এরপর পিন্টু বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে পুলিশ জুয়েল খানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। জুয়েল খানের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ১০টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৭/আরাফাত