সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে অনিয়মের অভিযোগে দীর্ঘ চার মাস বিতরণ স্থগিত থাকার পর তদন্ত শেষে প্রকৃত দুস্থ নারী কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান দুস্থ নারীদের মাঝে এ ভিজিডি চাল তুলে দেন। একই সময়ে বিগত তিন মাসের জন্য বরাদ্দ ২৩৬ জন দুস্থ নারীর মাঝেও চাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা ট্যাগ অফিসার হেলেনা পারভীন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ভূইয়া, ইউপি সদস্য আব্দুল রাজ্জাক ভূইয়া, শাহজামাল, বাদল মন্ডল ঘুটু, ছানোয়ার হোসেন ছানু উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব