পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের সর্বস্তরের ঠিকাদাররা। আজ বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলা ঠিকাদার এসোসিয়েশন। সভাপতি এসএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমআর খান টুটুলসহ সর্বস্তরের ঠিকাদার এতে অংশ নেন।
ঠিকাদারদের দাবিগুলো হলো টার্ন ওভারের ভিত্তিতে ঠিকাদার নিয়োগ প্রথা বাতিল, ১০ শতাংশের অধিক এবং নিম্নদর প্রথা সরাসরি বাতিল, লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ, ৫ শতাংশ নিম্নদর চালুকরণ ও এলটিএম পদ্ধতি চালু। দাবি পূরণ না হলে জেলার সকল ঠিকাদার ঐক্যবদ্ধ হয়ে দরপত্রে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর উন্মুক্ত দরপত্র পদ্ধতি সংশোধন করা হয়। সংশোধনীর শর্ত অনুযায়ী একই দরে একাধিক দরদাতা পাওয়া গেলে লটারির মাধ্যমে দরদাতা নির্বাচন করা যাবে না। সেক্ষেত্রে বিগত পাঁচ বছরে যে দরদাতার টার্নওভার বেশি সে দরদাতা বিজয়ী দরদাতা হিসেবে নির্বাচিত হবে। এ সংশোধনীর মাধ্যমে কতিপয় দরদাতার কাজ পাওয়ার পথ সুগম হয়েছে। যে কোন দরপত্রে সর্বোচ্চ টার্নওভারধারী দরদাতা সবসময় কাজ পেয়ে যাচ্ছে। এতে করে অন্যান্য সাধারণ ঠিকাদাররা কাজ না পেয়ে বেকার হয়ে পড়ছে।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৭/ফারজানা