নিখোঁজের ২৫ দিন পর গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে সাইদুর রহমান (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহত সাইদুর রহমানের কাশিমপুরের সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় ধানসিডি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: হারুন অর রশীদ জানান, সাইদুর গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের আগে এক যুবক সাইদুরকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়েছিল। নিখোঁজের ঘটনায় তার চাচাত ভাই আবু বকর সিদ্দিক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরী করে। পরে ওই যুবককে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী অপর দুই সহযোগীকে আটক করলে তারা স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকালে কাশিমপুরের বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাইদুরের শিয়ালে খাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল