নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেঁতলিয়া নদীতে মাছ ধরায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ১৫ জেলেকে আটক করা হয়েছে। এসময় ২৩ হাজার মিটার কারেন্ট জাল, ২ মন মা ইলিশসহ ৫টি ট্রলার জব্দ করা হয়েছে। আজ দুপুরে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো:আসাদুজ্জামান জানান, গত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ভোলার মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে বিভিন্ন এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এসময় ভোলা সদর উপজেলায় ১৩ জেলেকে আটক করা হয়। প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃত ১৩ জনের মধ্যে ৪ জনকে এক বছর, ৮ জনের এক মাস ও এক জনের তিন হাজার টাকা জড়িমানা করা হয়।
অপরদিকে বোরহানউদ্দিন উপজেলায় ১ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশসহ ২ জেলেকে আটক করা হয়। আটককৃদেরকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও লালমোহন উপজেলায় ২টি ট্রলার, ৮ হাজার মিটার জাল, ২০ কেজি ইলিশ মাছ এবং দৌলতখান উপজেলায় ৩টি ট্রলারসহ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং এক মন ইলিশ জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল