ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযান চালিয়ে বুধবার ভোরে ৮০ কেজি ইলিশ মাছ, ২৩ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রজনন মৌসুমে ইলিশ মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা থাকার পরও জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে যায়। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার চরবালাশিয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বাহাদুর (৩৫), দেলোয়ার হোসেন (৩০), দানেশ তালুকদার (৩৪), লাকি মৃধা (২৭) ও খালিদ হোসেন (২৬) কে আটক করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, আটককৃত পাঁচ জেলেকে সরকারি নির্দেশ অমান্য করে মাছ ধরায় ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে, চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় আটক করা হয় বিন্দা রাজ বংশী (৪৫) নামের এক জেলেকে। ভ্রাম্যমান আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৭/ফারজানা