ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে এক পুলিশ সদস্যসহ তিনজনকে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের কীর্ত্তিপাশা গ্রামের নিরোধ দাসের ছেলে পুলিশ সদস্য সুজয় দাস (৩৫), একই গ্রামের বেল্লাল সরদারের ছেলে সুজন সরদার (২২) এবং শহরতলীর বিকনা গ্রামের রব মৃধার ছেলে সাইদুল মৃধা (৪০)।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুজ্জামান জানান, গোপন সংবাদে মঙ্গলবার রাতে শহরের কলেজ মোড় এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবন অবস্থায় প্রথমে এদের আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত রাত ১০টা দিকে এদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
পরিদর্শক কামরুজ্জামান আরও জানান, দণ্ডিত পুলিশ সদস্য সুজয় ঢাকার পুলিশ লাইনসে কনস্টবল পদে কর্মরত। পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসে ইয়াবা সেবন অবস্থায় ধরা পড়েন।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল