ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে বাংলাদেশী যুবক মামুন হোসেন (২৭)। আজ দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি মামুনকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে। মামুন হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সাদাল গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানায়, ২০১৫ সালের ২৬ অক্টোবর মামুন দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়। পরে ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে দুই বছর কারাদন্ডের আদেশ দেন। কারাভোগ শেষ হলে বুধবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মামুনকে ফেরত পাঠায় বিএসএফ।
বিডি প্রতিদিন/এ মজুমদার