বিকল যন্ত্রপাতি দিয়ে মনগড়া রিপোর্ট তৈরিা,অস্বাস্থ্যকর পরিবেশসহ স্বস্থ্য সেবায় অনিয়মের অভিযোগে নাটোর শহরের পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫ লাখ টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা ওই ক্লিনিকে অভিযান চালায়। এসময় ওই ক্লিনিকে স্বাস্থ্য সেবার প্রায় সকল বিষয়ে অনিয়ম ধরা পড়ে। এর প্রেক্ষিতে ৫ লাখ টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার