কুমিল্লার লাকসামে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের ভাটিয়াভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ উদ্দিন জানান, লাকসামগামী কাভার্ড ভ্যান ও খিলাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। অটোরিকশার নিহত যাত্রী সাইফুল ইসলাম(৩৮) লাকসামের চন্দনা গ্রামের এরশাদ হোসেন টেনুর ছেলে। সাইফুল পেশায় ওষুধ কোম্পানির প্রতিনিধি। নিহত অটোরিকশার চালকের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন অটোরিকশার আরো ৫জন যাত্রী। তাদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন