জমজ সন্তানের একটি বের করে আরেকটি গর্ভে রেখেই সেলাই করে দেয়া সেই চিকিৎসক ডা. শেখ হোসনে আরা বেগমসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট।
রবিবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ডায়াগনোস্টিক সেন্টারের চিকিৎসক শেখ হোসনে আরা বেগম ছাড়া অপর দুইজন হলেন কুমিল্লার সিভিল সার্জন ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিক। আগামী ৭ নভেম্বর তাদের হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী খাদিজা আক্তারকে (২২) দাউদকান্দির গৌরীপুরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন করা হয়। গর্ভে ২টি সন্তান থাকলেও সিজারে ১টি সন্তান বের করে অপরটি টিউমার বলে অপারেশন সমাপ্ত করেন ডা. হোসনে আরাসহ থিয়েটারে থাকা অন্যরা।
পরে ওই প্রসূতি হোমনা উপজেলা সদরের একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রাফি করার পর জানতে পারেন তার পেটে টিউমার নয়, আরও একটি মৃত সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার ২৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের পর সেই সন্তান অপসারণ করা হয়।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/ফারজানা