আশুলিয়ায় বস্তা ভর্তি ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ আশুলিয়ার নয়ারহাট এলাকায় চেকপোষ্ট বসিয়ে একটি যাত্রীবাহী নৈশকোচে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হল- মেহেরপুর জেলার মুজিবনগর থানার রামনগর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে মো. সনিক (২৫) এবং একই গ্রামের আয়নাল হকের ছেলে ইমাদুল ইসলাম (২৭)।
সাভার সার্কেল ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা ডিলাক্স নামে একটি দুরপাল্লার নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১১৯৬৫২) অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা সব্জি ভর্তি একটি বস্তার ভিতর থেকে দুই’শ আশি বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা নিয়মিত যাত্রীবাহী বাসে করে রাজধানীতে ফেনসিডিল এনে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রবা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার