উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলার গুণীজন ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব। শনিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়ামে ৩ দিন ব্যাপী এ সাংকৃতিক উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম, আব্দুস সোবাহান, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এম আবুল কাশেম, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন, আই খান, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক ডঃ হারুন-আর-রশিদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রেজাউল হাসান, জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, আয়োজক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বাবুল ও সদস্য সচিব পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।
৩ দিন ব্যাপী এ উৎসবে থাকছে গ্রামবাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকগীতি, পল্লীগীতি, দেশের গান, কবিতা আবৃতি, নাচ, জারীগান, মুর্শিদী, বাউল গান, রবীন্দ্রসংগীত, আদিবাসী নৃত্য, নাটক, যাত্রাপালা, বাশিঁ ও একতারা-দোতারা বাজন, মুক্তিযোদ্ধের উপর চলচিত্র প্রর্দশনীসহ নানান অনুষ্ঠান।অনুষ্ঠানটির আয়োজন করেছে ধরিত্রী বাংলাদেশ এর জয়পুরহাট শাখার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর