নাসিক সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের উদ্যোগে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৪টায় ২নং ঢাকেশ্বরী গোদনাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে এ র্যালিটি শুরু হয়ে গোদনাইল বারিপাড়া, ধনকুন্ডা উত্তরপাড়া, পশ্চিমপাড়া, ওয়াবদা ক্যানেলপাড় ও শান্তিনগর এলাকা পদক্ষীন করে পুনঃরায় ২নং ঢাকেশ্বরী এলাকায় এসে শেষ করা হয়।
এসময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ছাড়াও র্যালিতে অংশ গ্রহণ করেন, ধনকুন্ডা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা শাহআলম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মজিবর সাউদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, হাজী মো. মোসলে উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিপুল সংখক সাধারণ এলাকাবাসী।
এসময় গোদনাইল শান্তিনগর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এই এলাকা থেকে অনেকই আমাকে অভিযোগ করেছেন কতিপয় পুলিশ ও ডিবি পুলিশের সদস্য এই এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিয়ে অবাধে মাদক ব্যবসা করার সুযোগ দিচ্ছে। অনেক সময় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। পুলিশের সাথে মাদক ব্যাবসায়ীদের সখ্যতার কারণে এলাকার জনগণ আতংকে আছেন। আমরা কতিপয় পুলিশ ও ডিবি পুলিশের সদস্যদের কাছে তথ্য পৌছে দিতে চাই, যদি ভ্যবিষতে আপনারা টাকা নিয়ে মাদক ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেন, তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।
মাদক ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, যে পর্যন্ত এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত আমরা মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার