হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ীর ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইসরাত জাহান নিশি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার ভাই আরমান গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুরে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান নিশি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ী এলাকার রেজাউল ইসলাম মাস্টারের মেয়ে। আহত আরমানকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে নিশি ও তার বড় ভাই আশা এনজিওর কর্মকর্তা আরমান ইসলাম(২৮) হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে(হাবিপ্রবি) ভর্তি পরীক্ষা দিয়ে মটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল। পথিমধ্যে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ভাই বোন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক নিশিকে মৃত ঘোষণা করেন। ভাই আরমানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান