সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বগুড়ায় পালিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় জেলা সুজন কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া জেলা সুজন কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, এম আর শাহিন, মাহমুদুর হোসেন পিন্টু, সেলিম রেজা সানু, আব্দুল লতিফ, সাইফুল ইসলাম লেবু, শাকিল আহমেদ চৌধুরী, ছোউদুল ইসলাম ছোউদ, মেহেদী হাসান, আলমাস রহমান, শিল্পি আকতার, হিমি খাতুন, রফিকুল ইসলামসহ সদস্য বৃন্দ।
শোভাযাত্রা শেষে শহিদ খোকন পার্ক চত্ত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা সুজন কমিটির জেলা কমিটির সহ-সভাপতি মোকলেছুর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন