খুলনার দাকোপে কলেজছাত্রী জয়ী মন।ঢল আত্মহনন মামলার মুল আসাীশ ইনজামাম মির্জা আদালতে আত্মসমর্পণ করেছে।
রবিবার খুলনা মহানগর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইনজামাম।
এদিকে খবর পেয়ে তড়িঘড়ি করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে আদালত ইনজামামকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এদিকে বখাটে ইনজামামের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী ও জয়ীর সহপাঠীরা। জানা যায়, কলেজে যাওয়ার পথে বখাটেরা লাঞ্ছিত করলে ৫ নভেম্বর নিজ বাড়িতে আত্মহত্যা করে দাকোপের সরকারি এল বি কে মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী জয়ী মণ্ডল। এ ঘটনায় ইনজামাম মির্জাকে আসামি করে দাকোপ থানায় আত্মহনন মামলা দায়ের হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন