চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি পিস্তুল, ৪টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও একটি রামদাসহ মজনু মিয়া (৫৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি'র ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা।
আটক মজনু মিয়া শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া মোল্লাটোলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আজ ভোররাতে ৫৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাশেদ আলীর নেতৃত্বে চকপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।
সকাল সাড়ে ৯টায় ৫৯বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নামোচকপাড়া মোল্লাটোলা গ্রামের মজনু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের খাটের নিজ থেকে একটি সিমেন্টের ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছিল বলে তিনি জানান। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/হিমেল