পৌর কর্মকর্তা কর্মচারিদের বেতন-ভাতা পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে ঠাকুরগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে।
সোমবার সকাল থেকে পৌর চত্বরে ব্যানার নিয়ে কর্মবিরতি শুরু করে তারা। এসময় পৌর কর্মকর্তা কর্মচারি এ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমানসহ বক্তারা বলেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে আমাদের দাবি মেনে নেবেন আমরা শতভাগ আশাবাদি। এ কারণে একযোগে সারাদেশে আমরা এ কর্মবিরতি পালন করছি। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/হিমেল