বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৫ মণ জাটকা বোঝাই একটি পিকাপসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালত আটক ২ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং জব্দকৃত জাটকা বিনামূল্যে এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করে।
নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, থানার টহল পুলিশ সোমবার ভোররাতে একটি সন্দেহজনক পিকাপসহ ২ জনকে আটক করে। পরে পিকাপ তল্লাশি করে ১৫ মণ জাটকা উদ্ধার করে তারা।
সকালে আটক ২ জন পিকাপ চালক মো. বাচ্চু ও হেলপার মিলনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনির ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, জব্দকৃত জাটকা এতিম ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ