সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরেও সারা দিন কর্মবিরতি চলছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরিদপুরের সকল পৌরসভায় এ কর্মবিরতি পালন করছে পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে প্রতিটি পৌরসভা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এসময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
ফরিদপুর পৌরসভায় চত্বরে আয়োজিত সমাবেশ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্ল্যা, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ আজিজুল ইসলাম বাদল, ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান, হিসাব শাখার প্রধান ফজলুল করিম আলাল, ফরিদপুর পৌরসভা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন বিশ্বাস প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবি জানান। অন্যথায় আগামি দিনে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য সবাইকে এক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ