পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাসহ শত ভাগ সুযোগ-সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বাগেরহাটের তিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে বাগেরহাটে, মোংলা ও মোরেলগঞ্জ পৌরসভায় এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মবিরতি পালনের সময় বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মো. জামসেদ আলী, সেলিশ ফকির, সানজিরা বেগম, সেলিম ফকির, আশিষ কুমার হোড় প্রমুখ।
এসময় বক্তারা তাদের দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৭/মাহবুব