ফেসবুকের একটি পোষ্টকে কেন্দ্র করে রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (নাজমুল-আম্বিয়া)।
সোমবার দুপুরে শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত জাসদের নেতা কর্মী অংশ নেয়। জেরা জাসদের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে হিন্দু ধর্মালম্বীদের উপর সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তির দাবি করা হয়।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ইমরান আল আমীন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন,সাংগঠনিক, জেলা জাসদের দপ্তর সম্পাদক মফিজার রহমান মঞ্জু, জেলা যুব জোটের সভাপতি সাজ্জাদ আলম ভূট্টো,জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ,সদর উপজেলা জাসদের সভাপতি সামস কিবরিয়া প্রধান প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান