সিরাজগঞ্জের কামারখন্দে ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তার পরিচয়ে সুজাত আলম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ধলেশ্বর গ্রামের আ. বারেক তালুকদারের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সে রাজশাহী জেলার বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের শাহজাহানের ছেলে।
এ ব্যাপারে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ আাবু ওবায়দা খান জানান, আটক সুজাত আলম সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে চাঞ্চল্যকর ধলেশ্বর গ্রামের আব্দুল বারেকের ছেলে নীরব হত্যা মামলার তদন্ত করার জন্য আসেন। বিষয়টি সন্দেহ হলে আব্দুল বারেক থানায় ফোন দেয়। পরে পুলিশ পাঠিয়ে ওই যুবক ভুয়া প্রমাণ হওয়ায় তাকে আটক করা হয়।
এ ঘটনায় আব্দুল বারেক মামলা দায়ের করার পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ