বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গনে লক্ষ্মীপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ণ দিবস কর্মবিরতি দিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশনের পৌর সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আতর আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/হিমেল