নেত্রকোনা পৌর শহরের সুইপার কলোনি এলাকা থেকে পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম খান ও লাবনী আক্তারকে নামে ২ জনকে আটক করেছে মডেল থানার পুলিশ। সোমবার দুপুরে তাদেরকে একই স্থান থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
কাউন্সিলর শফিকুল ইসলাম খান নেত্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর।
নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, গোপন সংবাদের খবরে তাদেরকে আটক করা হয়েছে। কাউন্সিলর শফিকুল ইসলাম খানের কাছে ১১০ গ্রাম হেরোইন ও সাথে থাকা নারীর কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ