চাঁদপুরের মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাশেম মুন্সী (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের অগ্রণী ব্যাংক শাখা ভবনে রঙের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। একই ঘটনায় এমরান মুন্সী (২৫) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মৃত হাশেম মুন্সী নারায়নপুর গ্রামের রফিকুর ইসলাম মুন্সীর ছেলে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, হাশেম ও এমরান একই সঙ্গে ব্যাংকের ওই ভবনের দেয়ালে রঙের কাজ করছিলেন। এসময় দেয়ালের সঙ্গে থাকা বিদ্যুতের লাইনে হাত লেগে দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আসিকুল আহসান হাশেমকে মৃত ঘোষণা করেন। আহত এমরানের হাত পায়ের চামড়া সাদা হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম