বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ-সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে বরিশাল জেলার ৬ পৌরসভায় পূর্নদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় জেলার ৬ পৌরসভা মুলাদী, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে নিজ নিজ অফিস চত্ত্বরে অবস্থান নেয়। বিকেল ৫টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিটি সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন বক্তারা।
এদিকে ৬ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালন করায় সেবাধর্মী ওইসব প্রতিষ্ঠানে সোমবার কোন সেবাই পাননি নাগরিকরা। কাজ সম্পন্ন করতে না পেরে নিরাশ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ