সাতক্ষীরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, শিয়ালডাঙ্গা গ্রামের আসাদুল গাজীর কন্যা তামান্না খাতুন (২) ও একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর কন্যা মারিয়া খাতুন (আড়াই বছর)।
স্থানীয়রা জানান, শিশু তামান্না ও মারিয়া তাদের বাড়ির পাশে একটি ডোবা পুকুরের ধারে খেলা করছিল। ধারণা করা হচ্ছে, এ সময় হঠাৎ একজন অসাবধানবশত পানিতে পড়ে গেলে অপরজন তাকে তুলতে গেলে সেও পানিতে পড়ে যায়। এতে দু'জনেরই মৃত্যু হয়। পরে তাদের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে লাশ দুটি উদ্ধার করেন। এদিকে, দুই শিশুর মৃত্যুতে শিয়ালডাঙ্গা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় একাবাসী দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার