কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গণহত্যার স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর বিক্রম শওকত আলী, হাতিয়া ইউপি চেয়ারম্যান বি.এম আবুল হোসেন। অপরদিকে, দুপুরে এম.এ.মতিন কারিগরি ও কৃষি কলেজ মাঠে সুশাসনের জন্য নাগরিক-সুজন উলিপুর শাখার উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে উপজেলার ১২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪’শ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি এলাকাসহ ৭টি গ্রামে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ৬’শ ৯৭ জন নিরিহ গ্রামবাসীকে হত্যা করে। দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবারেও হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার