সরকারীভাবে বেতন ও অবসর ভাতার দাবিতে রাঙামাটিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকালে থেকে দিনব্যাপী রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের রাঙামাটি শাখার ব্যানারে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচীতে রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী ও কাউন্সিলরাসহ বিভিন্ন পেশাজীবীরা একাত্মতা ঘোষণা করেন।
এসময় রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের রাঙামাটি শাখার সভাপতি একেএম বশির হোসেন সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের রাঙামাটি শাখার সাধারন সম্পাদক সনদ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদার প্রমুখ।
নেতৃবৃন্দ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের এক দফা দাবি হিসেবে সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা অতিদ্রুত কার্যকর করার দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
অন্যদিকে, রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের রাঙামাটি শাখ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের কারণে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাদের দিনব্যাপী কর্মসূচির কারণে ভোগান্তি বাড়ে পৌরবাসীর।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৭/মাহবুব