কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ৩২৭টি পৌরসভার মধ্যে নাটোরে কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আজ বিকাল ৫টা পর্যন্ত নাটোর পৌরসভা চত্ত্বরে এই কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যসোসিয়েশন জেলা শাখার আয়োজনে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে কর্মবিরতিকালীন নাটোর পৌরসভা সার্ভিস এ্যসোসিয়েশন সভাপতি প্রভাত কুমারে সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম জুলফিকুল হায়দার বাবু। এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সংগঠন সম্পাদক কাজী শরীফুল ইসলাম, সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এদিকে পৌর কর্মকর্তা কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, ৪,৫,৬ নং ওযার্ড মহিলা কাউন্সিলর কহিনুর বেগম পান্না প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার