দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে এলাকায় জাহাঙ্গীর নগর মহল্লার এক গুদাম ঘরে জাহিদ হাসান (শুকুর আলী) নামে এক কিশোরকে শহরের কুলিপট্টি ও বাবুপাড়ার একদল কিশোরের উপুর্যপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে।
জাহিদ হাসান (শুকুর আলী) পার্বতীপুরের ধুপিপাড়া মহল্লার জনৈক ফরহাদের বাড়ির ভাড়াটে মোঃ মামুন এর ছেলে।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন কিশোর ছুরি, চাকু, লাঠি নিয়ে জাহিদ হাসান (শুকুর আলী)কে ধাওয়া করে। এসময় জাহিদ হাসান স্থানীয় এক গুদাম ঘরে আত্মরক্ষার জন্য ঢুকে পড়ে। দুর্বৃত্তরা সেখানেই তাকে উপুর্যপরি ছুরিকাঘাতে আহত করে। এসময় স্থানীয় ও পথচারীরা এগিয়ে এলে আশংকাজনক অবস্থায় জাহিদ হাসানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যপারে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রেমের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন