দিনাজপুরের বিরলে অবৈধ অনুপ্রবেশের অপরাধে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলেশ। আজ তাকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রবিবার বিরল উপজেলার সীঁমান্ত এলাকার বহবলদিঘী বাজার থেকে ঐ ভারতীয় ব্যাক্তিকে পুলিশ আটক করে।
বিরল থানার ওসি আব্দুল মজিদ ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, আজ পুলিশ বাদী হয়ে আটক ভারতীয় নাগরিক হাচেন আলী বাবু’র বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে।
আটক ব্যাক্তির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, হাচেন আলী বাবু (২৮) ভারতের দ. দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার বাঁশকুড়ি গ্রামের শরিফ উদ্দীনের ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার