বরিশালের উজিরপুর বন্দরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। আজ দুপুরে এই অগ্নিকাণ্ডে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দমকল বাহিনী আসতে বিলম্ব হওয়ায় ক্ষতি বেশি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের বাবুল খলিফার লেপ তোষকের দোকান থেকে দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কবির সরদারের ডায়মন্ড হাউস, সালাম হাওলাদারের হাওলাদার কসমেটিকস, বিমল কুন্ডুর নারায়ন মেডিকেল হল এবং কাজলের কাজল হোমিও হলে।
খবর পেয়ে বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই ওই ৫টি দোকান ভস্মিভূত হয়।
উজিরপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক সিকদার অভিযোগ করেন, দমকল বাহিনী দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তার দাবি, আগুনে ব্যবসায়ীদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের।
বিডি প্রতিদিন/এ মজুমদার