বিদ্যুৎস্পৃষ্টে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাহিদুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
জানা যায়, ধানগড়া পৌর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন একটি বহুতল ভবনে রংয়ের কাজ করছিল শ্রমিকরা। এক পর্যায়ে বেলা ১১টার দিকে শ্রমিক জাহিদুল বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে নিচে পাকা ড্রেনের উপর পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার জানান, শ্রমিকদের নিরাপত্তা দিতে বহুতল মালিকেরা বাধ্য। যদি মালিকের গাফিলতিতে শ্রমিক মারা যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/আরাফাত