বাগেরহাটে রনি মল্লিক ওরফে টারজান (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শহরের সরুই মাদরাসা এলাকার একটি তালভিটা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রনি সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের সেকেন্দার মল্লিকের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রনির পরিবারের ভাড়া বাসার পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার