টাঙ্গাইল পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে আজ কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।
কর্মবিরতি অনুষ্ঠানে অংশ নেয় টাঙ্গাইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সিনিয়র সভাপতি শাহনেওয়াজ পারভীন, ঢাকা বিভাগীয় দপ্তর সম্পাদক প্রবীর কুমার দত্ত, সহ-সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান (রুবেল), যুগ্ন সম্পাদক মোত্তালেব, সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ চক্রব্রতী,ক্যাশিয়ার আমিনুর রহমানসহ পৌর সভা সার্ভিস এসোসিয়েশনের জেলা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার