রোহিঙ্গা সন্দেহে মাগুরা সদরের নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে বৃহস্পতি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে আটক করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, সন্দেহজনকভাবে এক যুবকের ঘোরাফেরা দেখে থানায় খবর দেয় স্থানীয় ইউপি সদস্য আজগর আলী। পরে ওই যুবককে আটক করে থানায় আনা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তি রোহিঙ্গা কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/আরাফাত