গাজীপুরের টঙ্গী খাঁপাড়া রোড এলাকায় মাদক ব্যবসায় বিরোধের জের ধরে দেলোয়ার হোসেন (৪২) নামে একজন খুন হয়েছেন। আজ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত দেলোয়ার টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নয়ন মল্লিকের ছেলে। তিনি খাঁপাড়া এলাকার সেলিম আহম্মেদের বাড়ির ভাড়া বাসায় একাই থাকতেন। তার স্ত্রী ও সন্তানরা থাকতো এরশাদনগর এলাকার ১ নং ব্লকে।
জানা যায়, মাদক ব্যবসায় বিরোধের জের ধরে গত রবিবার মধ্যরাতের পর দূর্বৃত্তরা দেলোয়ারকে পেটে ছুরিকাঘাতে খুন করে ফেলে রাখে। ছুরিকাঘাতে তার নাড়িভুড়ি বেড়িয় আসে। এছাড়াও নিহতের মাথা ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের পর দূর্বৃত্তরা ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে বেলা ১১ টার দিকে পার্শবর্তী ভাড়াটিয়া আয়েলা বেগম তার পাশের কক্ষের ভাড়াটিয়া দেলোয়ারের রক্তাক্ত নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে হত্যাকান্ডে জড়িত সন্দেহে দেলোয়ারের পূর্ব পরিচিত আশরাফুল (২৫) ও তার স্ত্রী জেসমিনকে (২১) আটক করে পুলিশ। এঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, নিহত দেলোয়ার পেশায় একজন মাদক ব্যবসায়ী ছিল। হয়তো মাদক ব্যবসার ভাগ-বাটোয়ারা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার