একটি শিক্ষিত যুব সমাজই পারে দেশের উন্নয়নকে ধরে রাখতে। সে কারণে দেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি শিক্ষিত যুব সমাজ। যুব সমাজকে রাজনীতির পাশাপাশি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
সোমবার বিকেলে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজুলিয়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
তিনি আরো বলেন, সামনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশী শত্রুরা ষড়যন্ত্র করছে। যুবলীগ নেতাকর্মীদের ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। ৎ
কাজুলিয়া ইউনিয়িন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ মো: ইউসুফ আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আমিনুল হাসান শাহীন, সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহমুদ বাপী, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাশ প্রমুখ।
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলা যুবলীগের পাঁচ জন নেতা-কর্মীকে ক্রেষ্ট প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন