পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য আন্দোলনের ১৯ বছরের মাথায় প্রকাশ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ। বুুধবার খাগড়াছড়ির শহরতরীর খাগড়াপুর কমিউনিটি সেন্টারে দলটির সংস্কারপন্থীদের আনুুষ্ঠানিক আত্বপ্রকাশ ঘটে। বৈঠক থেকে ইউপিডিএফের বর্তমান রাজনৈতিক কার্যকলাপ অগণতান্ত্রিক বলে উল্লেখ করা হয়। এসময় একই লক্ষ ও একই নামে তপন জ্যোতি চাকমাকে আহ্বায়ক ও জলেয়া চাকমাকে সদস্য সচিব করে ৯ সদস্যের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
এদিকে কমিটি ঘোষণার আগে প্রসীত বিকাশ খীষার নেতৃত্বাধীন ইউপিডিএফ ‘মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি’র ব্যানারে শহরে লাঠি মিছিল বের করে। মিছিলটি স্বনির্ভর এলাকা থেকে বের হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে আবার স্বণির্ভরে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা কমিটির জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রেশমি মারমা, নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা সংস্কারপন্থীদের নব্য মুখোশধারী আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দেন এবং আগামীকাল খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত ঐতিহাসিক অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে প্রসীত খীসা’র অনুসারীরা ব্যানার উঁচিয়ে ‘নো রেস্ট, ফুল অটোনমি’ লেখা ব্যানার উচিঁয়ে চুক্তির বিরোধীতা করেন।
পরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলরুমে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বে শান্তি চুক্তিকে প্রত্যাখান করে 'পূর্ণ স্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান' বলে ঘোষণা দেয়। গঠন করা হয় নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। দলটি প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত প্রসীত বিকাশ খীসা ইউপিডিএফ’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/হিমেল