সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিকের চাকরি নিয়মিত করার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জেও সমাবেশ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের সিলেট বিভাগীয় নেতা এজাজ আহমেদ, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক মিন্নত আলী।
এসময় বক্তারা বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিকের চাকরি নিয়মিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অাজ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় শ্রমিকদের চাকরি নিয়মিত করেনি। যতদিন পর্যন্ত আমাদের এ দাবি বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। অন্যথায় আগামী ২৩ নভেম্বর পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তীতে ২৮ থেকে ৩০ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/হিমেল