কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার নবম শ্রেণির ছাত্রী নূর বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নূর বেগম ওই এলাকার নুরুল আমিনের কন্যা এবং নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে পিতা মাতার সাথে অভিমান করে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের ভাষ্য, মেয়েটির পছন্দের ছেলেকে এড়িয়ে অপর একটি ছেলেকে বিয়ে দেওয়ার কথাবার্তা হলে অভিমান করে এই আত্মহত্যার ঘটনা ঘটে। তবে এব্যাপারে পিতা মাতার কোন বক্তব্য পাওয়া যায়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/হিমেল